নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

আমি বেসরকারি চাকর

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭


আমি বেসরকারি এক চাকর,
কভু পাইনি গুণের কদর!
শুধু পেতে বসের আদর,
সাজি লেজ হীন এক বাদর!


যখন বিশ্ব সেরা জ্যামে,
আমি টেনশানে যাই ঘেমে!
হয়তো চাকরি গেল থেমে,
নয়তো বেতন গেল কমে!


শুনি নিত্য বসের ঝাড়ি,
ফিরি মধ্য রাতে বাড়ি!
অফিস যেতে তাড়াতাড়ি,
আমি আরাম নিদ্রা ছাড়ি!


ভাবি কবে বেতন পাবো,
বাসা ভাড়া কেমনে দেবো!
পুরো মাসটা যে কি খাবো!
কবে সচ্ছল আমি হবো?


খোকার সেমিস্টারের টাকা,
দিতে বাকি শুধুই একা।
ছিল ভাগ্যে এটাই লেখা?
গ্যাপে পড়বে আমার খোকা?


বউয়ের শরীর বড্ড খারাপ,
জ্বরে যাচ্ছে বকে প্রলাপ!
খোদা! করছি আমি কি পাপ?
নেই অর্থ বিত্তের প্রতাপ!


আমি বেসরকারি এক চাকর!
গাধার খাটনি নৈশ প্রহর!
করুণ অভাব জীবন সমর!
এটাই সৎ থাকবার কদর?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজকে যা ভাবছেন, সেটাই আসল আপনি

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাহা! গাজী ভাই। কে নিজেকে চিনতে পারে বলেন?
নিজেকে দিয়ে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছি।
কবিতায় যার কাহিনী তুলে ধরেছি আমি তাঁর চেয়েও অধম আর অসহায়!
ধন্যবাদ। ভাল থাকবেন। পাশে থাকবেন প্রিয় গাজী ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চাকর সবাই। কেউ সরকারি কেউ বেসরকারি। কেউ আবার... আমাদের কাজ করিয়ে নিচ্ছে কেউনা কেউ

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: যুক্তি উপস্থাপন করলে তাই হয়।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল মামুন ভাই।
ভাল থাকবেন।
ধন্যবাদ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: চাকরিজীবীরা কোনো একসময় মনে মনে হলেও একবার বলে- চাকরির মায়রে বাপ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রিয় নুর ভাই! ঠিক এই ধরনের কিছু উক্তি আমার এই কবিতায় ছিল। কবিতাটিকে কেটে ছেটে ছোট আর সুখপাঠ্য করার জন্য সেগুলো বাদ দিয়েছি। ধন্যবাদ নুর ভাই। ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.