![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
বিরহের উৎসব হয় সদা অনুভব,
থেমে থাকা জীবনে শান্তির কলরব।
মানবতার উৎস হলে বীভৎস,
নারকীয় কাণ্ড করে স্পর্শ।
অনুভবে অন্যায় বাধ্য করে যায়,
সহ্যের সীমানায় কষ্ট জমে রয়।
পূজারীরা চারপাশ করে যায় উপহাস,
নিয়মের গণ্ডিতে পরিনতির উল্লাস।
রক্তিম অন্তর ধূধূ প্রাণ প্রান্তর,
সুশীতল যুদ্ধে হৃদয়টা অঙ্গার।
অভিনয় সত্য মিথ্যা উপাত্ত,
অনাচারে ঢেকে থাকা জীবনের বৃত্ত।
ঘৃণিত সংগ্রাম আবেগে দেয় দাম,
অর্থ ও বাহুবলে মূর্খ উদ্দাম।
খুঁজে নানা অর্থ জুড়ে শত শর্ত,
মিথ্যার পদতলে সত্য ব্যর্থ।
দারুন এই বিরহ সওয়া হয় দুরুহ,
অমলিন সফলতা জুড়ে থাকে কলহ।
দীর্ঘশ্বাস ফেলে সময়টা যায় চলে,
পরাজিত সত্তা ন্যায়ের কথা বলে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: জীবন জীবিকা তাড়িয়ে নিয়ে বেড়ায়।
দু চার লাইন লিখি হাটতে চলতে।
সামান্য সুযোগ করে তা পোষ্ট করি।
অন্যের লেখা পড়ে তাতে মন্তব্য করার সুযোগ পাবার আগেই আগামী দিনের কর্মসূচি সামনে এসে হাজির হয়।
দৌড়ের উপর চলছি ভাই। অন্য কিছু লেখার সময় পাইনা। তবে যদি জীবন ধারা বদলাতে পারি, ছোট গল্প উপন্যাস লেখার ইচ্ছা আছে।
মনের অগোচরে অনেক কথা শেয়ার করে ফেললাম নুর ভাই। ভাল থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
ভাল লেগেছে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনি কি শুধু কবিতাই লিখেন?