![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আবেগিয় সত্ত্বায় তুমি ভরা আত্মায়
অনুভূত সারাক্ষণ তোমার স্পন্দন,
প্রীতের বন্যায় ভাসন্ত অন্যায়
মজবুত করেছে দুজনার বন্ধন।
কষ্টের ছোবলে ঠাই নিয়ে আঁচলে
অসাধ্য সাধনে দৃঢ় প্রতিজ্ঞ,
নির্বোধ এ আমায় প্রণয়ের আখ্যায়
প্রেমের দীক্ষায় করেছো অভিজ্ঞ।
বাস্তবে পাশে থেকে অনুভবে ছবি একে
আজব এক শান্তির দেখিয়েছো রাস্তা,
সাদামাটা জীবনে তুমি দ্বারা শোধনে
রত্নে রুপ নিল নয় আর সস্তা।
পেয়ে হারাবার ভয় অন্তরে ঠাই নেয়
অভয়ের বাণী তুমি করে যাও রচনা,
সারাক্ষণ পাশে থেকে উষ্ণতা দিয়ে ঢেকে
মহাসুখে ভরে দিলে জীবনের মোহনা।
হাত রেখে ও হাতে নিবিড় ঐ ছোয়াতে
কষ্ট ভুলে যাই দূর হয় ক্লান্তি,
সব ব্যাথা যাই ভুলে শুধু তুমি সাথী হলে
তুমি মানে স্বর্গ তুমি মানে শান্তি।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। ভাল থাকবেন। শুভ রাত্রি।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: শান্তির মানুষও কখনও কখনো অশান্তির কারন হয়ে দাঁড়ায়।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নুর ভাই। ভাল থাকুন। সুখে থাকুন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
হাবিব বলেছেন: লাইক দিয়েছি।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ স্যার। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা