![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
খোলা বাতায়ন বায়ু সারাক্ষণ,
শ্রাবণ কদম ভ্রমর মিলন।
ছোটে মেঘ দল প্রাণ চঞ্চল,
বৃষ্টি ধারায় হৃদয় কোমল।
আঁধার রাতের নীরবতা,
ক্লান্ত দেহের প্রাঞ্জলতা।
হুঙ্কার দেয় ঝড়ো হাওয়া,
বিঘ্নিত হয় পরম পাওয়া।
অধীর মোহের এ আগ্রহ,
শ্রাবণ মেঘের প্রীতি স্নেহ।
বৃষ্টি জলে ভরল উঠোন,
টাপুর টুপুর সেকি ক্রন্দন।
স্মৃতি জুড়ে মন মোহিনী,
হৃদয় কাঁপায় বজ্রধ্বনি।
ঘুচে দিতে এই দূরত্ব,
শ্রাবণ মেঘের সে বীরত্ব।
বাতায়নে আবার একা,
বৃষ্টি ফোঁটায় ভাগ্য লেখা।
দূরে কিংবা কাছে স্বজন,
গভীর স্বপ্নে মগ্ন শ্রাবণ।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।