![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
নিভৃতে ক্রন্দন, জাগতিক স্পন্দন।
মানবীয় মায়াজাল, অনাগত পরকাল।
স্বস্তির অনুভব, বিরক্তির কলরব।
শান্তির মন্ত্রনা, বর্ধিত যন্ত্রণা।
আগামীর আহ্বান, বিদ্রোহের উত্থান।
পরাভূত সংগ্রাম, সক্রিয় উদ্যম।
নমনীয় সত্ত্বায়, দ্বিমুখী প্রত্যয়।
পার্থিব শান্তি, দূরীভূত ক্লান্তি।
অনাগত পরকাল, কল্পনায় অবিচল।
সঞ্চিত সত্য, অন্তরে নিত্য।
জাগ্রত করে ভীতি, নিষ্ঠুর সম্প্রীতি।
সাক্ষী মহাকাল, স্থায়ীত্ব ক্ষণকাল।
অযাচিত বিগ্রহ, সম্মুখে প্রত্যহ।
লৌকিক জঞ্জাল, ত্রিভুবন উত্তাল।
কাঙ্ক্ষার মোহনায়, জাগ্রত সংশয়।
নির্ভীক সত্ত্বা, লুণ্ঠিত আস্থা।
ক্ষমতার দম্ভ, মেকি প্রতিবিম্ভ।
অহমিকা স্বীকৃত, চেতনা বিকৃত।
পরিস্থিতি কৃত্রিম, লোকালয় রক্তিম।
মানবতা নির্জীব, বিগ্রহ পার্থিব।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
মাহমুদুর রহমান বলেছেন: দুর্দান্ত কবিতা।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: কবিতা সহজ সরল হয়নি।
বুঝতে পারিনি।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
মীর সাজ্জাদ বলেছেন: কঠিন সুন্দর।