![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
হায়রে বৃষ্টি মধুর বৃষ্টি,
অন্তরে হয় দোলার সৃষ্টি।
পথ প্রান্তর জল মগ্ন,
কুঁড়ি ফোঁটায় ডাল শুকনো।
এই বৃষ্টির অঝর ধারা,
ঝর ঝর ঝর ছন্দ হারা।
আকাশ তোলে বিকট আওয়াজ,
ঝরছে বৃষ্টি কি সন্ধ্যা সাঝ।
অমরত্ব চায় কি পেতে?
ঝরছে এমন দিনে রাতে!
নগরবাসী গৃহবন্দী,
বৃষ্টি ধারার একি ফন্দি!
শূন্য প্রায় কর্মক্ষেত্র,
বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়,
ঘরে বসেই শুধু হায় হায়।
হায়রে বৃষ্টি পাষাণ বৃষ্টি
এবার একটু থাম,
অনেক আগেই ধুয়ে গেছে
দিন মজুরের ঘাম।
অধিক প্রীতি রুপ নিয়েছে
যেন অত্যাচার,
শূন্য গৃহে ভালবাসা
জমছে না তাই আর।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ স্যার । ভাল থাকবেন।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ যখন খুশি হোন তখন তিনি বৃষ্টি দেন।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
নজসু বলেছেন: অপূর্ব সৃষ্টি।
ভালো লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল +++
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
মাহমুদুর রহমান বলেছেন: বৃষ্টি আছে বলেই পৃথিবী এতো সুন্দর।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
চাঙ্কু বলেছেন: ছবিটা খুব পছন্দ হইছে!
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন...........+