![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
লোকে সদা ব্যর্থ ছাড়তে স্বার্থ,
কেউ বলে কিছু নয় অর্থই অনর্থ ।
ক্ষুধার্তের হাহাকার রোগীর চিৎকার,
তবু নেশা গাড়ি বাড়ি এ কেমন ডাক্তার?
মুখোশের আড়ালে রমরমা ব্যবসা,
নেতা হাতে ছাতা নিয়ে মাদকের বর্ষা ।
বান্ডিল দিলে মেলে সনদের বস্তা
অন্ধ এ সমাজে প্রতিভাই সস্তা?
উচ্চশিক্ষিত তাও আজ বেকার,
উৎকোচ দিলে তবে চাকরি মেলে তার!
ছোটদের রক্তে বড়দের বৈভব,
রাজকোষ খালি করে মন্ত্রীর উৎসব!
দৃষ্টির সীমানায় পথ প্রশস্ত,
অন্ধ হতে তাই সবে অভ্যস্ত।
অভাবের তাড়নায় দেহটাকে বেঁচে খায়,
গ্লানি নিয়ে শেষ করে ক্ষুধার্থ অধ্যায়!
দৃষ্টি আছে তবু না দেখার অভিনয়,
আগামী নিয়ে তাই আজ বড় সংশয়!
চেনা দায় ধোঁকাবাজ কে বিশ্বস্ত,
নিজেদেরই সৃষ্টি এই অন্ধত্ব!
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যাবাদ।
ভাল থাকুন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
আকিব হাসান জাভেদ বলেছেন: ছড়ায় ছড়ায় সুন্দর কবিতা ।
বলে যান ভাই
চোখ থাকতে অন্ধ আজ
এ বিবেক সমাজ ।
শুভ সকাল ।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যাবাদ।
ভাল থাকুন।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
ইমু সাহেব বলেছেন: হায়রে কপাল মন্দ
চোখ থাকিতে অন্ধ
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ সকাল
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
নজসু বলেছেন:
সত্যি কথা তুলে ধরেছেন।
আমরা অনেক কিছুই দেখেও না দেখার ভান করি।
লোভ আর ক্ষমতার নেশায় বুঁদ হয়ে আছি।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।