![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আজকে না হয় দিলে খানিক
মৃদু সুখের পরশ,
প্রেমের তরে না হয় একটু
দেখালে সৎ সাহস।
দেহ অন্তর উজাড় করে
বাসলে না হয় ভালো,
হয়তো তাতে উঠবে জ্বলে
আঁধার ঘরে আলো।
না হয় দিলে একটু ছুঁয়ে
কামনাতে মেতে,
কিছু সময় না হয় রাখলে
বাহুডোরে গেঁথে।
আজকে না হয় এই সুযোগে
সবই সপে দিলে,
পরে যদি এমন সুযোগ
ভাগ্যে আর না মেলে?
আজকে না হয় নিঃস্ব হয়ে
পূর্ণ করলে আমায়,
তাতেই আমি বাসব ভালো
সারা জীবন তোমায়।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: হ্যা নুর ভাই।
ধন্যবাদ । ভাল থাকবেন।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত সাহস ভালা না
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এই আবদার শাসন মানেনা।
ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: কবিতায় আবদারে ভরা।