![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আমি পবিত্র হতে চাই,
চীৎকার করে কান্নার সুরে
অপবিত্র হয়ে যাই!
আমার দেহে ভর করে ক্লান্তি,
উদ্যমী আমায় দুর্বলতা
এনে দেয় বিভ্রান্তি।
আমার বসন্তে ভরা চারপাশ,
গ্রীষ্মের খর তাপদাহ এসে
চুষে নেয় সব রসকষ।
সন্ন্যাসী আমি নই,
তাড়নার জালে কেমনে তবু
পাপের বোঝা বই?
আমি সত্য বলতে চাই,
মিথ্যা আমাকে গ্রাস করেছে
মিথ্যাই দিয়েছে ঠাঁই।
আমি পবিত্র হতে চাই,
অপবিত্রতা আমার রক্তে মিশেছে
বল কার কাছে যাই?
আমি ভয়ে ভয়ে পথ চলি,
ভয়ই আমায় সাহস যোগায়
শোনায় পবিত্র বুলি।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবির কবিতা মন কেড়ে নেয়
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ মামুন ভাই। কৃতজ্ঞতা অফুরন্ত।
ভাল থাকবেন সব সময়।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৫
ল বলেছেন: অবর্ণীয় সুন্দর লেখা,কবির জন্য শুভ কামনা
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: আত্ম-অনুসন্ধান এবং আত্মোপলব্ধির কবিতা।
কবিতায় দুটো বানান ভুল আছে, সম্পাদনা করে নেবেন। ২য় লাইনে 'সূরে' হবে সুরে, ১৫তম লাইনে 'ঠাই' হবে ঠাঁই।
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক ভাল লিখেছেন, শুভ কামনা
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
হাবিব বলেছেন: সুন্দর........
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭
ই রহমান বলেছেন: সুন্দর লিখেছেন, চালিয়ে যান ভাল করবেন।