![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আজকে হঠাৎ তোমার কথা
পড়ছে ভারী মনে,
কোথায় আছো কেমন আছো
কার কাছে কে জানে!
বারান্দাতে ঝুলে থাকা
খাঁচার ময়না পাখী,
নিত্য তোমার মধুর নামে
করে ডাকাডাকি।
আমার হাতে খায়না খাবার
পোশা কবুতর!
বিড়ালটা যে কোথায় গেছে
খোঁজ পাইনি আর!
টবে থাকা ফুল গাছটা-
একুইরিয়ামের লাল মাছটা
কিংবা পুরো ঘর,
যেন ঈর্ষার চোখে তাকায়-
দিতে চায় না একটু সময়,
ময়নাটাও কয়না কথা
সব হয়েছে পর!
সব মিলিয়ে নিঃস্ব একা-
এভাবে আর যায়না থাকা,
প্রায়শ্চিত্ত করতে চাই আজ
একটা সুযোগ দাও,
কথা দিচ্ছি ভুল হবে না,
কোন দুঃখ আর দেব না!
নিজের ঘরে ফিরে এসো,
সবার সাথে আবার হাসো!
আমার ঘরের সুখের চাবি
তোমার হাতেই নাও!
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: হা হা হা।
এটা আমার কল্পনার কেউ।
আসলে এমনটা ঘটেনি।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতাটা কোনভাবে তাকে একটু পড়তে বলুন, এমনিতেই তার মন গলে যাবে।
কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আসলে সে বাস্তবের কেউ নয়।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১
রাজীব নুর বলেছেন: এভাবে বললে ফিরে আসবেই।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ নূর ভাই।
ভাল থাকবেন।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: "আমার ঘরের সুখের চাবি তোমার হাতেই নাও" - কবিতার সুন্দর সমাপ্তি, ভাল লেগেছে।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন। পাশে থাকবেন।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
গ্য।গটেম্প বলেছেন: সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন। পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
আলোর সওয়ারী বলেছেন: কোথায় গেছে সে??