নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

টান

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩


মনে টানে মন
দেহে টানে দেহ,
স্বপ্নের টানে আশা জাগে
মায়ার টানে স্নেহ।

পাপের টানে পাপ
পুণ্যের টানে পুণ্য,
ধনীকে দেয় সব বিলিয়ে
ভিক্ষার থালা শূন্য!

আকাশ টানে মেঘ
মেঘের টানে বৃষ্টি,
অন্ধ হলে পদদলিত
থেকে কি লাভ দৃষ্টি?

মরু টানে বালু
বালুর টানে পাহাড়,
ভক্তিতে কি মিলবে মুক্তি
বিবেক যখন অসাড়?

সূর্যের টানে পৃথিবী
পৃথিবীর টানে চাঁদ,
দেহের তৃপ্তি বিষাদ করে
হৃদয়ের অবসাদ।

জীবন টানে জীবন
মরণ চায়না কেহ,
ক্ষনিকের সুখ ভূলিয়ে দেয়
পরকালের স্নেহ।

সুখে টানে সুখ
স্বপ্নের টানে জীবন,
তৃপ্ত আত্মা শূন্যে ভাসে
কালের টানে মরণ।

ব্যথার টানে ব্যথা
ভক্তির টানে মুক্তি,
বিবেক মনের আশা টানে
কথায় টানে যুক্তি।

সাগর টানে স্রোত
স্রোতের টানে ঢেউ,
ঢেউয়ে ভাসছে মানবতা
খোঁজ রাখেনা কেউ!


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরাইতো ভাসমান, আমাদের মানবিকতাবোধ ও তাই ভাসমান।

ভালো লাগলো, কবিতাটি।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
ভাল থাকবেন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ ছড়া বেশ চমৎকার লেগেছে........শুভেচ্ছা

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
ভাল থাকবেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ!

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
ভাল থাকবেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

ফেনা বলেছেন: বাহ ... দারুন ভাল হয়েছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
ভাল থাকবেন।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ছবিটা বেশ মজার।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় নূর ভাই।
শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.