![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
জীবন কখনো থেকে থাকেনি
মন্দ থাকার জন্য,
হয়তো যাপন করতে গিয়ে
কেউ হয়েছে পণ্য।
হয়তো কারো ঘর ভেঙেছে
দায় হয়েছে বাঁচা,
তবুও প্রাণ চায়নি ছাড়তে
আপন সোনার খাঁচা।
ধন্য সপেছে মান সপেছে
কেউ সপেছে প্রাণ,
কেউ গেয়েছে জীবন নিয়ে
স্বপ্ন ভাঙার গান।
মনি মুক্তোয় মুড়ে থেকেও
কেঁদেছে কেউ দুঃখে,
ছেড়া কাথায় অনাহারে
কেউ হেসেছে সুখে।
চলমান এই জীবন যখন
শেষ প্রান্তে দাঁড়ায়,
অনন্ত এক নতুন জীবন
সানন্দে হাত বাড়ায়।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন স্যার। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
খুব শীঘ্রই অজয় নদীর কাব্য- নবম পর্ব বাংলা কবিতার আসরে
প্রকাশিত হবে।। লেখা পাঠানোর আহ্বান করি। জয়গুরু!
ধন্যবাদান্তে- বিনীত কবি
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় মান্যবর।
লেখা কোন ঠিকানায় পাঠাতে হবে জানালে ধন্য হব।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: শীতের সব্জী আসছে, কুয়াশা আসছে, নানান ফেস্টিভাল আসছে, নবান্ন উৎসব আসছে মাগার শীত আসছে না! আজব দিনকাল পড়ছে!
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: দারুন সত্য বললেন।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
মাহমুদুর রহমান বলেছেন: চলমান এই জীবন যখন
শেষ প্রান্তে দাঁড়ায়,
অনন্ত এক নতুন জীবন
সানন্দে হাত বাড়ায়।
মনোমুগ্ধকর!
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: সেই জীবনের প্রতীক্ষায়.....।