নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪


দুরন্ত আমার ছুটন্ত মন
তোমায় খুঁজে ফেরে সারাক্ষন
তুমি অচীন পূরে,
ফুটন্ত ফুল যাচ্ছে ঝরে
দেখে এলাম জগৎ ঘুরে
স্বপ্নে দিন দুপুরে।

প্রান্তর জুড়ে তোমার স্মৃতি
উজ্জীবিত আজো প্রীতি
হৃদয় উথাল পাথাল,
দূর আকাশের তাঁরার মাঝে
তোমায় খুঁজি সকাল সাঝে
লজ্জিত মহাকাল।

ভাবনার ভূল যাতনার তীরে
নোঙর ফেলে যাচ্ছে ফিরে
ডাকছে আবার কেহ,
মনের জ্বালা মনই বোঝে
দিবানিশি তোমায় খোঁজে
কঠিন প্রীতির মোহ।

সামনে এলে দুর্বলতা
জাগে তোমার কোমলতা
আমার ভূবন জুড়ে,
তোমার কষ্টে আমি সাজি
কি যাতনা আমিই বুঝি
হৃদয়ে রাখা মুড়ে।

দুঃখ দেখায় বড্ড বিনয়
কারণ ছিল হয়নি প্রনয়
স্বপ্ন ছায়ায় থেকে,
ব্যথার স্রোতে অবগাহন
ব্যাথী হতে নেইতো বারণ
স্মৃতি বুকে রেখে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুরন্ত আমার ছুটন্ত মন
তোমায় খুঁজে ফেরে সারাক্ষন

............................................... ভালবাসার টানে অমনটা আমরাও করি

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

মীর সাজ্জাদ বলেছেন: দারুণ

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

নীল আকাশ বলেছেন: ঠিক একই নামে আমার লাস্ট কবিতা টা পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম.........
ছবি দেখে খুব হতাশ মনে হলো? হতাশা মন থেকে ঝেড়ে ফেলুন! আরো ভালো ভালো কবিতা লিখুন।
আপনার জন্য শুভ কামনা রইল।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা আর ছড়া লিখে তো আর দেশ সমাজের কোনো উপকার হয় না। দ্রব্যমূল্যের দামও কমে না।
তাহলে কি লাভ কবিতা লিখে?

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: তাইতো! এভাবে তো ভাবিনি!
কি করা যায় বলুন তো?

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা আর ছড়া লিখে তো আর দেশ সমাজের কোনো উপকার হয় না। দ্রব্যমূল্যের দামও কমে না।
তাহলে কি লাভ কবিতা লিখে?

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: তাইতো! এভাবে তো ভাবিনি!
কি করা যায় বলুন তো?

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.