নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

তুমি নামের চালিকা শক্তি

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯


তুমি আমার মস্তিষ্কের
প্রধান চালিকা শক্তি,
তুমি বীনা দেহ হতে প্রান
নিতে চায় চির মুক্তি।

আঁধার ঘেরা চলার পথটা
তুমি কর স্পষ্ট,
হাজার আলোয় তুমি হীনা
সুখ হয়ে যায় কষ্ট।

তুমি থাকলে ক্লান্ত দেহ
পায় ফিরে পায় উদ্যম,
পরোয়া করিনা মৃত্যু ভয়কে
যাই করে যাই সংগ্রাম।

তোমার ছোয়ায় পূর্ণতা পাই
প্রাণ হয় পরিপক্ব,
মায়াবী ছোয়ায় ফুলেরা ফোটে
যাই ভুলে সব দুঃখ।

তোমাকে পেতে আবেগী হৃদয়ে
খাড়া হয় শত যুক্তি,
দুর্বলতা কাটিয়ে উঠি
ফিরে পাই নব শক্তি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি বীনা দেহ হতে প্রান
নিতে চায় চির মুক্তি।

................................................
খুব স্বাভাবিক , প্রেরনা ছাড়া জীবনটা অচল ।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
ভাল থাকবেন।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: এই ''তুমি'' টা কে? ঈশ্বর? নাকি কোনো নারী?

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: যে কোন একটা ধরে নিতে পারেন।
ভাল থাকবেন নূর ভাই।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: এই ''তুমি'' টা কে? ঈশ্বর? নাকি কোনো নারী?

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: যে কোন একটা ধরে নিতে পারেন।
ভাল থাকবেন নূর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.