![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
হয়তো আমি চলে যাবো
আসবোনা আর ফিরে,
দেবো না আর সাড়া যতই
ডাকো মধুর সূরে!
অন্য কোন পৃথিবীতে
করব বসবাস,
আমায় ভেবে ছেড়ো সেদিন
একটা দীর্ঘশ্বাস!
অতৃপ্ত এ আত্মা তাতে
পরম শান্তি পাবে!
আমি বীনা তোমার জীবন
অপূর্ণ কি রবে?
সময় হলে যেতেই হবে
প্রাণ তো বাঁধন হারা,
স্মৃতি গুলো ধুয়ে নিও
নামলে বৃষ্টি ধারা।
তাতেই তুমি খুঁজে পাবে
নতুন ফুলের সুবাস,
আমার কথা পড়লে মনে
ছেড়ো দীর্ঘশ্বাস!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভাল থাকবেন সুপ্রিয় নুর ভাই।
আগামীকাল পাবেন।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০১
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল এবং সুন্দর কবিতা।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
ভাল থাকবেন।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৯
সুমন কর বলেছেন: মন্দ নয়।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
ভাল থাকবেন।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল থাকবেন সুপ্রিয় নুর ভাই।
আগামীকাল পাবেন।
এখনও পাইনি। আমি অপেক্ষায় আছি।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: বেয়াদবের কোন ইবাদত নাই। অহংকারীর পতন নিশ্চিত।
খুব ভালো লিখেছেন। দেশের চলমান সমস্যা নিয়ে একটা প্রবন্ধ লিখুন।