নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী প্রতিশ্রুতি

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩


নিদ্রাহীনকে নিদ্রা দেবো, স্ত্রী হীনকে বউ,
নিঃসন্তান কে সন্তান দেবো, দেয়নি আগে কেউ।
অসুস্থরা সুস্থ হবে, অশান্তিতে আরাম পাবে,
খর তাপে পোড়ে যারা তাদের ঘরে এসি হবে।

কাঁদছে যারা হাজার দুখে, ফুটবে হাঁসি তাদের মুখে,
অর্থ দেবো অভাবী কে, মরে গিয়েও থাকবে সুখে।
জ্ঞানী হবে মূর্খ ব্যক্তি, দুর্বল দেহে আসবে শক্তি,
কষ্ট নামের আপদ হতে, সকল লোকে পাবে মুক্তি।

পায়ে হেঁটে চলছে যারা, গাড়ীর মালিক হবে তারা,
মুশলধারে বৃষ্টি দেবো, নামবে যখন দারুন খরা।
করব যুবক বৃদ্ধ হলে, কবর হতে টেনে তুলে,
লাশ গুলোকে বাঁচিয়ে দেবো, শুধু আমায় ভোটটা দিলে।

মুখটা ফুটে যে যা চাবে, এক মুহূর্তে সে তা পাবে,
কাঁচা মাটির ঘর গুলো সব, পাকা ইটের দালান হবে।
যারা খাঁটে মাঠে ঘাটে, শুতে পারবে সোনার খাটে,
চালাক চতুর বানিয়ে দেবো, যে বোঝেনা হিসেব মোটে।

ঘরে ঘরে কলেজ হবে, গরু ছাগল ডিগ্রী নেবে,
চললে আমার কথা মত, মরবে না কেউ বেঁচে রবে।
সবার মনের সকল চাওয়া, কথা দিলাম হবে পাওয়া,
আপনাদের দায়িত্ব শুধু, আমার বাক্সে ভোটটা দেওয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কবিতার ছন্দ খুব সুন্দর আর অঙ্গীকার মাজারী বাবার মতোই হইছে। মাজারের বাবারা এই ধরণের প্রতিশ্রুতি দেয়। অবশ্য এখন জনপ্রতিনিধিরা এরচেয়ে বেশিই প্রতিশ্রুতি দেয়। ধন্যবাদ।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: রাজনীতি অনেক বড় ব্যাপার।
প্রতিটা মানুষের উপর রাজনীতি অতপ্রতোভাবে জড়িত।
বেশির ভাগ রাজনীতিবিদরাই ভন্ড।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

মাহমুদুর রহমান বলেছেন:

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

বলেছেন: অসাধারণ কাব্য কথন --+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.