![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
তোমায় নিয়ে পাখীর মত ডানা মেলে উড়ে,
হারিয়ে যাওয়া যেত যদি মেঘের ভেলায় চড়ে।
তুমি আমি হতাম না আর চোখের বালি কারো,
কি আনন্দ হত তবে ভাবতে কি তা পারো?
দূর দিগন্তে হারিয়ে যেতাম শুন্যে করে ভর,
এই পৃথিবীর সব বিপত্তি করে দিয়ে পর।
লজ্জা ভুলে হারিয়ে যেতাম দুজন দুজনাতে,
হারিয়ে যেতাম চাঁদের দেশে জ্যোৎস্না মাখা রাতে।
ইচ্ছে হলেই পাড়ি দিয়ে সমুদ্রের ও পারে,
ধূধূ মরু প্রান্তর শেষে কাশ বনের ও ধারে।
খর স্রোতা নদীর কূলে ভরা পূর্ণিমায়,
কিংবা মেঠো পথে হেঁটে নতুন কোন গাঁয়।
তোমার মনের মতন করে সাজিয়ে নিতাম বাসর,
ফুল, পাখীদের সঙ্গে নিয়ে জমিয়ে দিতাম আসর।
সব বাগানের সকল গোলাপ গুজে দিতাম খোঁপায়,
হাঁসি খুশী দু জন মিলে কাটিয়ে দিতাম সময়।
আকাশ তোমার আমার পানে থাকত শুধু চেয়ে,
ধন্য হতো দুটি জীবন দু জনাকে পেয়ে।
এক দিন ও না এই শহরের বেপরোয়া ভীড়ে,
যদি যেত হারিয়ে যাওয়া পাখীর মত উড়ে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৫
রাফা বলেছেন: হুমম কবিতায় রোমান্টিজম ফুটে উঠেছে চমৎকার।
সুন্দর কবিতা,ধন্যবাদ -নু.ই.শে.বাবু।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
দেখুন আমার চাচাজ্বীকে লেখা কবিতা
এই যে
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
দেখুন আমার চাচাজ্বীকে লেখা কবিতা
এই যে
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+