নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

তোমায় ছাড়া

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩


সঙ্গী ছাড়া একলা, একা বেঁচে থাকা যায় কি?
তোমায় ছাড়া বেঁচে থাকা, মরণ সম নয় কি?
নিঃস্ব আমার সরল প্রাণে, তুমি হলে বিশ্বাস,
শয্যাশায়ী মরণ কালে, ফিরে পাওয়া নিঃশ্বাস!

তোমার দূরে দূরে থাকা, অবুঝ প্রাণে সয় না,
দিন চলে যায় ভেবে ভেবে, রাতগুলো শেষ হয় না!
কষ্ট গুলো কোন ভাবেই, চায় না দিতে মুক্তি,
এক মুহূর্ত যায় না সওয়া, তোমার এই বিভক্তি!

ব্যথী হৃদয় ব্যকুল থাকে, পেতে তোমার সন্ধান,
আবার ভাবি ভুলে যাবো, চেষ্টা করি আপ্রাণ!
কোন ভাবেই ওই হাঁসি মুখ, ভুলে থাকা যায় না,
অহর্নিশি প্রাণ করে যায়, খুঁজে পাবার বায়না!

উজাড় করা ভালোবাসার, এটা কেমন প্রতিদান?
ঝরে গেছে অশ্রু আমার, এক সমুদ্র পরিমান!
আমার প্রতি পলকেতে, প্রতিচ্ছবি ভেসে রয়,
ব্যথায় কাতর আমি তোমায়, কবে খুঁজে পাবো হায়!

আজো যেমন চাঁদ উঠে যায়, ফুল ফুটে রয় বাগানে,
দহন জ্বালার অপেক্ষা আর, সয় না যে এই পরাণে!
ভালোবাসার প্রতি ধাপে, এমন কষ্ট হয় কি?
তোমায় ছাড়া একলা একা, বেঁচে থাকা যায় কি?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: নূর ভাই খুব সুন্দর লিখেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ প্রিয় নুর ভাই।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: নূর ভাই খুব সুন্দর লিখেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রসায়ন বলেছেন: দারুন লাগলো ।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ !

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

বলেছেন: নুর ভাই এগিয়ে চলো -- আমরা আছি তোমার সাথে।
কবিতায় মুগ্ধতা।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

বলেছেন: মরণসম একসাথে হবে ---

প্রথম দুটি লাইনে বেঁচে রিপিট না করলে আইডল হবে।

উজার করে না দিয়ে -- উজার করা দিলে কেমন হয়

ব্যাথায় কাতর আমি যে হায়!!! কবে পাবো প্রিয় তোমায়। ১৬ নানাং লাইন।


ভালো লাগলে এডিট করবেন, না হলে কমেন্ট ডিলিট করে দিতে পারেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।
এডিট করে দিয়েছি।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।পাঠে ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ প্রিয় নুর ভাই।

শুকরিয়া। দোয়া করবেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আল্লাহ সহায় হউন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.