![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
চিরনিদ্রায় ঘুমিয়ে গেলে, কেউ কি আমায় ডাকবে?
হাজার বছর পেরিয়ে গেলে, কেউ কি মনে রাখবে?
আসল ঘরের অন্ধকারে, থাকবো যখন একাকী,
ইচ্ছে হলেই এমনি করে, পাবো তোমার দেখা কি?
হয়তো কোন ভূমি ধ্বসে, ভাঙবে সে শেষ ঠিকানা,
হাজার বছর পেরিয়ে গেলে, রবে কোন নিশানা?
এমনি মাথায় হাত বুলিয়ে, ঘুম পাড়াবে কেউ কি?
রোজ ফজরের আযান হলে, কেউ আমাকে ডাকবে কি?
কেউকি তখন পায়ে পড়ে, করবে এমন ঝগড়া?
সে দিন কি আর পারবো করতে, যা খুশী তা মন গড়া?
চাঁদর টাকে টেনে দিয়ে, ছাড়বে কি কেউ মশারি?
হাজার বছর পরে কেহ, থাকবে প্রাণের প্রহরী?
বদলে যাবে এই পৃথিবী, বদলে যাবে মানুষ জন,
এমনি করে ভালোবেসে, করবে স্মরণ কেউ তখন?
হতে পারে এই পৃথিবী, ভুলে যাবে লাজ শরম,
তাই বলে কি সে লজ্জাতে, থেমে যাবে এই কলম?
হয়তো তখন ভুবন হতে, বিদায় নেবে বিশ্বাস,
ক্লান্ত হয়ে তোমার বুকে, ছাড়বো না আর নিঃশ্বাস!
তখন কি কেউ আড়াল হতে, উকি দিয়ে দেখবে?
হাজার বছর পরে কি কেউ, আমায় মনে রাখবে?
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
ঝিগাতলা বলেছেন: ভালো লাগলো.........
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন সর্বক্ষণ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: খুব আফসোস হয় একদিন মরে যাব।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমরা যতই আফসোস করি না কেন মরন একদিন আসবেই।
অনেক ধন্যবাদ সুপ্রিয় নুর ভাই।
দোয়া করি ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা।।
মনে রাখার মনের মানুষ
হয় যদি ভাই আপন
হাজার নয় লক্ষ নয়
মনে রাখবে আজীবন ।