নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

তুমি ও পারবে

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০


সবাই যদি পারে তবে, তুমি কেন পারবে না?
এমনি করে আর কখনো, গোমড়া মুখে থাকবে না।
তাকিয়ে দেখো সবাই কেমন, ছুটছে ভীষণ গতিতে,
অলস ঘরে বসে থেকে, পড়ছ কেন ক্ষতিতে?

এই জগতের কোন কিছু, মানুষের অসাধ্য নয়,
সফলতা পেতে হলে, সফল চেষ্টা থাকতে হয়।
অনেক দূরের রাস্তা ভেবে, কেউ যদি গো বসে রয়,
ভুলের অভিশাপে তবে, আসবে নেমে পরাজয়।

মানুষ যদি ভাবতে পারে, ভিন্ন গ্রহে বসতি,
একটু তুমি ভেবে দেখো, চেষ্টা করতে নেই ক্ষতি?
সফলতা নিয়ে কেহ, পৃথিবীতে আসে না,
একের পর এক চেষ্টা করলে, বিফল তুমি হবে না।

তোমার ভেতর সাহস আছে, আছে ভীষণ শক্তি,
লজ্জা ফেলে নিজের কাজকে, করতে হবে ভক্তি।
মনে রেখো ন্যায়ের পথে, কোন কাজই ছোট নয়,
ভুলের রাজ্যে থাকলে হয়তো, কাজকে ছোট মনে হয়।

কোন একদিন সে ভূল ভাঙে, কাজই সঠিক মনে হয়,
অবহেলা করতে করতে, শেষে সব হারিয়ে যায়।
উদ্যম আছে সাহস আছে, শুধু রাখো মনের জোর,
আছে তোমার বিদ্যাশিক্ষা, কষ্ট করলে কাটবে ঘোর।

অনুসরণ করো তাদের, যারা সফল হয়েছে,
চেষ্টায় থেকে কত জ্ঞানী, জীবন সপে দিয়েছে।
বিফলতার গ্লানি কিন্তু, আঁধার হতেও কালো,
বরং সফল হতে গিয়ে, জীবন দেওয়াই ভালো।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+



আরো কবিতা লিখতে থাকুন।

শুভ কামনা রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Good

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিফলতার গ্লানি কিন্তু, আঁধার হতেও কালো,
বরং সফল হতে গিয়ে, জীবন দেওয়াই ভালো।

.................................................................. সহমত

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনুপ্রেরণামূলক কবিতা খুব ভালো লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

হাবিব বলেছেন: খুব সুন্দর...........

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

বলেছেন: সাবলীল উপস্থাপন।


মুগ্ধতা

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.