নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

যখন আমি থাকবো না

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬


যখন তোমায় থাকতে হবে
আমায় ছাড়া একলা,
দিশাহারা মনে হবে
সেই একাকী পথ চলা।

ধৈর্য দিয়ে নিঃসঙ্গতা
দূরে ঠেলে দিও,
নিজের মতন নতুন পথের
দিশা খুঁজে নিও।

গভীর রাতে একলা ঘরে
আমায় মনে হলে,
ওই আকাশের চাঁদকে দেখো
জানলা টাকে খুলে।

দূর আকাশের তাঁরার মাঝে
খুঁজে নিও আমায়,
কালের বিবর্তনে যখন
বদলে যাবে সময়।

হয়তো তখন মুছে যাবে
স্মৃতি গুলো আমার,
নতুন স্বপ্ন নতুন আশা
সঙ্গী যখন তোমার।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: প্রথম থেকে তিন নম্বর লাইন- দিশাহারা একসাথে হবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় নুর ভাইকে।
ভালো থাকবেন ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয়।
ভালো থাকবেন ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

নজসু বলেছেন:



ফুল ফোটে ঝরে যায় এই তার রীতি
মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি। :(

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয়।
ভালো থাকবেন ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

রাফা বলেছেন: মানুষ কোটি মানুষের মাঝেও একাই।
তার আগমণ একাকী প্রস্থানও তাই।

ভালো লিখেছেন,নু.ই.শে.বাবু।ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: যখন তোমায় থাকতে হবে
আমায় ছাড়া একলা,
দিশাহারা মনে হবে
একাকী সে পথ চলা।

ধৈর্য দিয়ে নিঃসঙ্গতা
দূরে ঠেলে দিও,
নিজের মতন নতুন পথের
দিশা খুঁজে নিও।

গভীর রাতে একলা ঘরে
আমায় মনে হলে,
ওই আকাশের চাঁদকে দেখো
জানলাটা কে খুলে।

কালের বিবর্তনে যখন;
বদলে যাবে সময়,
দূর আকাশের তাঁরায়
খুঁজে নিও আমায়।

নতুন স্বপ্ন নতুন আশা
সঙ্গী যখন তোমার,
তখন হয়তো মুছে যাবে
স্মৃতি গুলো আমার।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

বলেছেন: সুন্দর ভাবনা কবি

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.