নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

সুমধুর সূর

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬


আমি যে চরম নেশায় মাতি
তোমার ও মধুর সূরে,
আজীবন আমায় শুনিয়ে যেও
যেওনা কখনো দূরে।

এমনি বুকের মাঝেতে রেখে
শুনিও প্রেমের গান,
তোমার আমার এ পথ চলা
যেন না হয় অবসান।

প্রজাপতিরা পাখনা মেলে
বাগানেতে ফোটে ফুল,
ঠিক তেমনি কূল হারা নদি
যেন খুঁজে পায় কূল।

জীবনের শেষ মুহূর্তেও হোক
এক সাথে পথ চলা,
কোন দিন যেন ফুরিয়ে না যায়
হৃদয়ের কথা বলা।

বেদনা দুঃখ যাক দূরে সরে
দূর আরো বহু দূর,
সারাক্ষণ যেন শিহরিত হই
শুনে সুমধুর সূর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

নজসু বলেছেন:


আজীবন থাক এই নেশা।
মাতোয়ারা হোক দুটি মন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

নীল আকাশ বলেছেন: চমৎকার কবিতা, চমৎকার প্রেমের আকুতি।
ভালো থাকুন, কবি।
শুভ কামনা রইল।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অর্ধউলঙ্গ মেয়ের ছবি দিয়া কি বুঝাতে চান? আবার নামের মাঝে ইমামও আছে দেখছি!!!!

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত।
তবে এটা একজন বিখ্যাত শিল্পীর নামকরা পেইন্টিং।
ক্ষমা করবেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.