নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

কবিতার জন্য

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১


কবিতার জন্য অনাহারে কত, রাত্রি কাটিয়েছি,
কখনো কখনো ঝুকি নিয়ে গেছি, মৃত্যুর কাছাকাছি।
কবিতাকে বুকে আগলে রেখে, রয়েছি আজো বেঁচে,
কবিতা ছাড়া এই পৃথিবীর, কোথাও কি কিছু আছে?

আকাশে কবিতা বাতাসে কবিতা, কবিতা বৃষ্টি ধারায়,
কবিতার সূরে ঝরনা ঝরে, নদীর বুকে হারায়।
দাবানল জ্বলে, অগ্নিগিরির অগ্নুৎপাত ও হয়,
ভূমিকম্প সুনামি সবই, কবিতায় মিশে যায়।

গ্রহ হতে গ্রহে ছায়াপথ ধরে, নক্ষত্র্য ভেদ করে,
চিন্তা চেনতা পৌঁছে গিয়েছে, কবিতার হাত ধরে।
গহীন বনকে পেছনে ফেলে, সাত সমদ্রের পার,
পাতাল পুরের কল্পলোকেও, দেখা মেলে কবিতার।

চরিত্রে কবিতা রক্তে কবিতা, কবিতা চিত্ত জুড়ে,
কবিতার সূরে মুক্ত আকাশে, ডানা মেলে পাখি উড়ে।
সূর্যের আলোয় আলোকিত চাঁদ, জ্যোৎস্না বিলিয়ে যায়,
পায়চারী করে চারিদিকে তার, এটা কি কবিতা নয়?

জন্মে কবিতা মরণে কবিতা, কবিতা কর্মময়,
কবিতা জন্ম দিতে গিয়ে কবি, অনাহারে মরে যায়।
ধ্যানে কবিতা ধর্মে কবিতা, কবিতা কুরআন জুড়ে,
উত্থান পতন সৃষ্টি ধ্বংস, কবিতায় রয়েছে মুড়ে।

কবিতার জন্য মরব বলে, আজো আমি বেঁচে আছি,
ছন্দগুলোকে বুকেতে আগলে, মৃত্যুর কাছাকাছি।
নিঃশ্বাস জুড়ে বিশ্বাস জুড়ে, কবিতা শিরায় শিরায়,
কবিতার জন্য কবির জীবন, অনাহারে কেটে যায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নজসু বলেছেন:




:(
কবিতাই যে কবির প্রেম।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ঠিকই বলেছেন। কবিতাই কবির প্রেম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

নূর ইমাম শেখ বাবু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় নুর ভাই।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.