নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

বেদনার ক্ষণে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭


যন্ত্রণাগুলো সুখের মতন, ভাগাভাগি করা যায়?
বেদনার ক্ষণে কোন মানুষে, পাশে কি কাউকে পায়?
মানুষে মানুষে কত ভেদাভেদ, শুধুই দেবার বেলায়,
নেবার জন্য ওঁত পেতে থাকে, বিবেক হারায় হেলায়।

জাত বেজাতে কত লাঠালাঠি, ঘৃণ্য হানাহানি,
ধর্ম নামের বানিজ্যে শুধু, স্বার্থের টানাটানি।
এসেছে মানুষ যার কাছ হতে, চলে যাবে তাঁর কাছে,
এই জীবনে এক পলকের, ভরসা কি কারো আছে?

তবুও কেন দুঃখের ক্ষণে, কেউ নয় কারো পাশে?
মানুষে মানুষে এই ভেদাভেদে, পশু পাখিরাও হাঁসে।
পৃথিবীর যত প্রাণীকুল থাকে, শ্রেণী বদ্ধ ভাবে,
মানুষ কবে সেই কাতারে, নিয়ম অনুসারী হবে?

ক্ষুধার তাড়নায় কীটপতঙ্গ, একে অপরকে খায়,
তাঁর চেয়ে বেশী নিকৃষ্টতা, মানুষেতে দেখা যায়।
এই হানাহানি আর রেষারেষি, কবে যাবে লোকে ভুলে?
সব মানুষে কবে ব্যাথা পাবে, একজনে ব্যাথা পেলে?

আনন্দ আর উল্লাস যদি, ভাগাভাগি করা যায়,
দুঃখের বোঝা তবে মানুষে, কেন একাকী বয়?
একটি প্রাণের বেদনায় যেদিন, সব প্রাণ ব্যথী হবে,
হয়তো সেদিন পৃথিবী হতে, দুঃখ বিদায় নেবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

হাবিব বলেছেন:



বেদনার ক্ষনে কেউ কাউকে পাশে পায়না..........।
তবে এক সাথে পরপর এতোগুলো কবিতা..........?
কেমন যেন লাগছে..........।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ স্যার।
আসলে আমি কবিতা ছাড়া অন্য কিছু লেখার সময় পাইনা।
একটু যদি সময় পেতাম তবে ছোট গল্প, ভ্রমন কাহিনী ইত্যাদি লিখতাম।
ভালো থাকবেন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন কবি, কথামালা মুগ্ধ করলো আমাকে।


জয় হোক মানবিকতার, প্রেম আসুক প্রাণে প্রাণে;
মানবপ্রেমই হয় মানবী- যেথা স্রষ্টা আছেন মিশে।

শুভকামনা রইল কবি'র প্রতি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মিঃ নয়ন।
ভালো থাকবেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

এম আর মিজানুর রহমান মিজান বলেছেন: সত্যি অসাধারণ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ মিজান।
ভালো থাকুন ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ নুর ভাই। ভালো থাকুন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

চাঙ্কু বলেছেন: যন্ত্রণাগুলো সুখের মতন, ভাগাভাগি করা যায়?
বেদনার ক্ষণে কোন মানুষে, পাশে কি কাউকে পায়?
মানুষে মানুষে কত ভেদাভেদ, শুধুই দেবার বেলায়,
নেবার জন্য ওঁত পেতে থাকে, বিবেক হারায় হেলায়।

- সুন্দর লেখছেন। আসলেই মানুষে মানুষে কত ভেদাভেদ!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন মিঃ চাঙ্কু।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.