![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
অরিত্রি তুই যাসনে চলে
আয়রে ফিরে আয়,
বাবাটা তোর ভুলেও কারো
ধরবে না আর পায়।
যা খুশী তা করিসরে তুই
ইচ্ছে মত চলিস,
বকবে না আর কেউ কখনো
যতই আসুক নালিশ।
বন্ধুরা তোর ক্লাসে বসে
মুখটা করে ভার,
কোন দিনও আসবেনারে
অরিত্রিটা আর।
অরিত্রিরে অরিত্রি তুই
যাসনে চলে একা,
দেখনা সবার ভুল ভেঙেছে
রাগ করিসনে বোকা।
আর একটি বার ক্লাসে ফিরে
আয়না অরিত্রি,
কাতর ছাত্র কাতর শিক্ষক
কাতর ধরিত্রী।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ স্যার। ভালো থাকুন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম। শুনলাম চায়ের দোকানে আলোচনা হছে- একজন শিক্ষার্থী ভর্তি করাতে ১০ লাখ টাকাও নিয়েছে ভিকারুননিসা’
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: খুবই দুঃখের সংবাদ। এই যদি হয় শিক্ষাব্যবস্থা তাহলে কি হতে যাচ্ছে ভবিষ্যতে?
ভালো থাকুন নুর ভাই।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
কবির নাঈম দোদুল বলেছেন: অরিত্রির এ বিষয়টি এত বেশি আলোচিত কেন হয়েছে, সে কারণ আলোচনা করে আমি একটি ব্লগ লিখেছিলাম। ব্লগটি আমার ব্লগ সাইট মুক্ত রসুই থেকে পড়ে আসে পারেন, এখানে যান পড়তে। চায়লে আমার পোস্টগুলোও দেখে আসতে পারেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অবশ্যই। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
হাবিব বলেছেন: ছন্দ ভালো লেগেছে...............