নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস বাঙ্গালী

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬


রোজ সকালে কাগজ জুড়ে, ধর্ষণের খবর,
টিভির পর্দা ভরে আছে, লাশে ভরা শহর!
শিক্ষক দ্বারা লাঞ্ছিতা, নাবালিকা ছাত্রী,
সারাদিন জুড়ে রাহাজানি, ভয় ভরা রাত্রি!

রোগী নিয়ে ব্যবসা করছে, নির্লজ্জ ডাক্তার,
দিন দুপুরে খুন করে যে, শাস্তি হয়না তাঁর!
নিরপরাধ সরলেরা, দিব্যি খাটছে জেল,
মধ্যে পড়ে আইন দেখায়, ভানুমতির খেল!

মাদক বানে দেশটা ভাসে, চোখের সামনে রোজ,
কার আহার কে চুরি করে, কার ঘরে হয় ভোজ?
ভিখেরিদের খুচরো টাকাও, কোটিপতি খায়,
অবৈধকে বৈধ করার, আছে নানান উপায়!

বেপরোয়া গাড়ী চাপায়, রোজই তো লোক মরে,
নিয়ম তখন আঙুল চোষে, বসে নিজের ঘরে!
শিক্ষা নিয়ে এই বানিজ্য, নয়কি সর্বনাশ?
লজ্জা ঢাকতে আত্মহত্যা, তবু প্রশ্ন ফাঁস!

হাত বাড়ালেই মিলছে, মানুষ মারার ঠিকাদার,
রোগী মরছে ছটফটিয়ে, অভাব চিকিৎসার!
বুড়িগঙ্গায় আজো মিলছে, বস্তা ভরা লাশ,
স্বাধীন হয়েও বাঙ্গালী কি, জিম্মি ক্রীতদাস?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাত বাড়ালেই মিলছে, মানুষ মারার ঠিকাদার,
রোগী মরছে ছটফটিয়ে, অভাব চিকিৎসার!
বুড়িগঙ্গায় আজো মিলছে, বস্তা ভরা লাশ,
স্বাধীন হয়েও বাঙ্গালী কি, জিম্মি ক্রীতদাস?

..........................................................................
আমরা এখনও মন মানসিকতার শেকল ভাঙ্গতে পারি নাই ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভাঙবে একদিন। ভালো থাকুন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

বলেছেন: চমৎকার!!!

২ নাং লাইন নাবালিকা একসাথে হবে

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভূলটা ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী অতি কঠিন জিনিস।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমরা সবাই বাঙ্গালী। ধন্যবাদ নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.