নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

কয়েক ফোঁটা অশ্রু

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫


আমি কখনোই কাঁদিনি বন্ধু
কেঁদেছে আমার চোখ,
আসলে আমার চোখও কাঁদেনি
ভুল দেখেছে লোক।

আমায় পুড়িয়ে চোখ ভাসিয়ে
কেঁদে যায় এই মন,
এমনি ভাবে সকলেই কাঁদে
দূরে গেলে প্রিয়জন।

আমি কখনোই কষ্ট পাইনি
মুখ করিনি ভার,
যদিও তাঁর রেখে যাওয়া স্মৃতি
হাসতে দেয়না আর।

ইচ্ছা করে সারাটা জীবন
প্রাণটা খুলে হাঁসি,
অথচ দহনে জ্বলে পুড়ে যাই
চোখের জলেতে ভাসি।

আমার আকাশে দিন রাত জুড়ে
স্বপ্নের আনাগোনা,
কয়েক ফোঁটা অশ্রু ঝরা
নয় কোন কান্না!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ চমৎকার ব্যথিত হৃদয়ের বোবা কান্না
তুলে ধরেছেন আপনার কাব্যে।
ভালো লাগলো !

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। দোয়া করবেন।
ভালো থাকবেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভালো থাকবেন নুর ভাই। দোয়া করবেন আমার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.