নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

কে?

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩


কিসে তুমি আনন্দ পাও, কিসে তোমার সুখ?
কোন সে মধুর পরশ পেলে, ভরবে তোমার বুক?
তোমার প্রাণে কষ্ট জমা, সাগর পরিমাণ?
কোথা হতে কি এনে দিলে, পাবে পরিত্রাণ?

প্রাণে জমা চিন্তা গুলো, কিসে মুক্তি পাবে?
কোন সে নদীর স্রোত তোমার ওই, কষ্ট ধুয়ে দিবে?
কে বুলাবে কোমল দেহে, মিষ্টি মধুর পরশ?
নানান ভীতি ভয়ের মাঝে, কে যোগাবে সাহস?

কার নয়নের আলোয় তুমি, দেখবে পৃথিবী?
পূরণ করবে কে অসময়, অবান্তর সব দাবী?
আদর করে মুছে দিবে কে, কাঁদলে চোখের জল?
কার হাতে হাত রেখে তুমি, হয়ে যাবে চঞ্চল?

একলা রাতে বিছানাতে, হলে স্বপ্ন ভঙ্গ,
সেই সে নিঠুর একাকীত্বে, কে দিবে গো সঙ্গ?
প্রাণে যখন ব্যথার দহন, অসীম হয়ে জ্বলবে,
কে তোমার ওই দেহের উপর, শীতল হয়ে গলবে?

তোমার মনের কষ্টগুলো, জানো কি কে বুঝবে?
ভীড়ের মাঝে হারিয়ে গেলে, কে তোমাকে খুঁজবে?
স্বজনের ভিড় তুমি জুড়ে, যখন অনেক অর্জন,
দুঃখের দিনে আমি ছাড়া, করবে কে গো আলিঙ্গন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: এরকম প্রশ্ন আজকাল কেউ করে না।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হুম নুর ভাই। হয়তো তাই। কিন্তু আমার মনে এমন হাজার প্রশ্ন জাগে, যার উত্তর আমি খুঁজে ফিরি।
ভালো থাকবেন। ধন্যবাদ অনেক।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.