![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
যার ছবিটা ভেসে ওঠে আমার কল্পনায়,
তাঁর কারণে দিন রাত্রি জ্বলি যন্ত্রনায়।
আমার জন্য সে যখনি হয়রে বিরক্ত,
ব্যকুল হৃদয় আরো বেশী হয় যে আসক্ত।
তাঁর ভেতরে খুঁজে ফিরি আমার সার্থকতা,
বিবেক তখন শোনায় আমায় নানান যুক্তি কথা।
ব্যথী মনে দহন জ্বালা সঙ্গী সারাক্ষণ,
ইচ্ছা খুশীর কাছে স্বপ্ন দিলাম সমর্পণ।
তাকে ঘিরেই আবর্তিত সেই স্বপ্নগুলি,
নিজের বলে যা আছে সব দিচ্ছি জলাঞ্জলি।
চাই শুধু তাঁর অভাব হতে পেতে পরিত্রাণ,
নিজের মনের সাথে নিজে করছি আন্দোলন।
সর্বগুণে গুণী গো সে দারুণ বিচক্ষণ,
তাহার সকল কর্মকাণ্ড করছি সমর্থন।
তাঁর নয়নে সদাই ভাসে সুখের প্রতিচ্ছবি,
দেখলে তাকে মূর্খ লোকেও যায় হয়ে যায় কবি।
স্বপ্নে এসে পরশ বুলায় কোমল সে সত্ত্বা,
বাস্তবতায় ফিরলে থাকে ব্যথী এই আত্মা।
দিবানিশি প্রাণের মাঝে ভাসে গো তাঁর ছবি,
কল্পনাতে ধরে তাকে কেউ বা শিল্পী কবি।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
ইসিয়াক বলেছেন: যাক আমি প্রথম হলাম
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: এই গানটা কি শুনেছেন?
শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু নিরলে তোমারে পাইলাম না ।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু খুলিয়া কইলাম না ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল কবিতা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ইসিয়াক বলেছেন: সুন্দর