নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

কিশোর হতে চাই

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০


আহারে আমার হারিয়ে যাওয়া, কিশোর বেলার দিন,
স্মৃতির দুয়ারে কড়া নাড়ে, ফিরে পাবো না তো কোনদিন।
কাগজ দিয়ে নৌকা বানিয়ে, ভাসিয়েছি খুশী মনে,
স্বাধীন মনে যা খুশী করেছি, কারো নিষেধ না মেনে।

মায়ের নিষেধ অমান্য করে, আষাঢ় বাদল দিনে,
চৈত্রের রোদে ক্রিকেট খেলেছি, বাবা গিয়েছেন জেনে।
বকুনির ভয়ে আঁচলে লুকিয়ে, পেয়ে গিয়েছি পার,
দুরন্ত সেই কিশোর হতে, প্রাণ চায় বারে বার।

পাড়ার ছেলেরা এক দলে মিলে, নদীতে দিয়েছি ঝাপ,
খেলনা দোকানে খড়কুটো দিয়ে, পণ্য করেছি মাপ।
বর সেজে কনে দেখতে গিয়েছি, দিয়েছি ছেলের বিয়ে,
ভেলা বানিয়ে ভেসে বেড়িয়েছি, কলা গাছ কেটে নিয়ে।

দিলিপ বাবুর আম বাগানে, চুপি চুপি গেছি ঢুকে,
ধাওয়া খেয়ে পায়ে কাঁটা বিঁধেছে, ভয়ে বলিনি মাকে।
দাদীর আচার চুরি করে খেয়ে, আপুকে দুষেছি কত,
ঝগড়া করে খামছে দিয়েছি, শুকিয়ে গেছে সে ক্ষত।

মামার বাড়িতে বেড়াতে গিয়ে, মামাতো ভাইয়ের সাথে,
উঠোনে বসে দাওয়াত খেয়েছি, সবুজ কলার পাতে।
ইট পাথরের নিষ্ঠুর শহরের, বার্ধক্যকে জানাই,
মুক্তি দাও গো কিশোর হয়ে, সেই গ্রামে ফিরে যাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি মনে প্রানে অবশ্যই কিশোর।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

জগতারন বলেছেন:
কবিতা ভাল পাইলাম।

কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করি।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.