![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কি যন্ত্রণায় জ্বলি আমি জানে আমার মন,
অবুঝ হৃদয় তাকে ভেবে ব্যকুল সারাক্ষণ!
আসবে বলে পথের পানে চেয়ে থাকি রোজ,
অথচ সে একটি বারও নেয় না আমার খোঁজ!
কত বৃষ্টি মেঘ বয়েছে আকাশ গেছে ভুলে,
কতই না ঢেউ আছড়ে পড়ে ভরা নদীর কুলে।
বাতাস কত উড়িয়েছে মরুর বালু কণা,
তেমনি মনের কষ্টগুলো তাঁর কাছে অজানা!
আঁধার রাতে আকাশ পানে পূর্ণিমা চাঁদ দেখি,
অনিচ্ছাতেই তাকে ঘিরে হাজার স্বপ্ন আঁকি।
মিটিমিটি তাঁরার ভিড়ে রাত হারিয়ে যায়,
বিদ্যুতের ওই খুঁটিগুলো ঠায় দাঁড়িয়ে রয়।
তেমনি আমি দাঁড়িয়ে রই সে যে পথে হাঁটে,
আশায় আশায় আমার সময় যন্ত্রণাতে কাটে!
অপেক্ষার এই জ্বালা হতে মুক্তি কি গো নাই,
একবার তাকে সামনে পেলে প্রশ্ন করতে চাই।
সোনার চামচ মুখে নিয়ে সে এসেছে ভবে,
আমার কথা ভাবার মতন সময় কি তাঁর হবে?
জ্বলি পুড়ি আর সয়ে যাই হাজার লাঞ্ছনা,
ধন্য হতাম বুঝত যদি আমার যন্ত্রণা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লাগলো না।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।