![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
যার জন্য আমি বন্য,
অতি নগন্য হই গণ্য।
আজ এনে দে তাকে এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
দেহে নিঃশ্বাস প্রাণে বিশ্বাস
যত উল্লাস আর উচ্ছ্বাস,
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
প্রাণ চঞ্চল ঢেউ উত্তাল
ভেঙে শৃঙ্খল সুখ প্রাঞ্জল
আজ এনে দে হায় এনে দে,
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
তাঁর যুক্তি তাঁর উক্তি
অভিব্যক্তির অবমুক্তি,
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
সে ধন্য সেও বন্য
তাঁর জন্য ওই অরন্য
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
তাঁর হুঙ্কার আর ঝংকার
সেই চীৎকার সেই সংসার
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
এই বিশ্ব আজ নিঃস্ব
সেই শিশ্য সেই শস্য,
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
সেই অভিমান সেই প্রতিদান
সেই স্পন্দন সেই ক্রন্দন,
আজ এনে দে হায় এনে দে
যদি তা না হয় কোন কথা নয়
প্রাণ নিয়ে নে প্রাণ নিয়ে নে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ নূর ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।