নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

কে কার জন্য?

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬


খাওয়ার জন্য জীবন, নাকি জীবনের জন্য খাওয়া?
পাওয়ার জন্য চাওয়া, নাকি চাওয়ার গুণে পাওয়া?
আলোর জন্য আঁধার, নাকি আঁধারের জন্য আলো?
ভালোর জন্য মন্দ, নাকি মন্দের জন্য ভালো?

জীবনের জন্য মরণ, নাকি মরনের জন্য জীবন?
আপনের জন্য পর, নাকি পরের জন্য আপন?
ভোগের জন্য ধন, নাকি ধনের জোরে ভোগ?
রোগের জন্য ওষুধ, নাকি ভুল ওষুধে রোগ?

ভয়ের জন্য সাহস, নাকি সাহসের জন্য ভয়?
জয়ের জন্য হার, নাকি হারার জন্য জয়?
জ্ঞানের জন্য পড়া, নাকি পড়ার জন্য জ্ঞান?
ধ্যানের জন্য ভক্তি, নাকি ভক্তির জন্য ধ্যান?

সৃষ্টির জন্য ধ্বংস, নাকি ধ্বংসের জন্য সৃষ্টি?
বৃষ্টির জন্য মেঘ, নাকি মেঘের জন্য বৃষ্টি?
সুখের জন্য দুঃখ, নাকি দুঃখের জন্য সুখ?
বুকের জন্য প্রাণ, নাকি প্রাণের জন্য বুক?

কথার জন্য যুক্তি, নাকি যুক্তির জন্য কথা?
ব্যথার জন্য উপশম, নাকি উপশমের জন্য ব্যথা?
দামের জন্য তুচ্ছ, নাকি তুচ্ছের জন্য দামী?
আমার জন্য তুমি, নাকি তোমার জন্য আমি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

মিজানুর-রহমান বলেছেন: ভালোই লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

মাহমুদুর রহমান বলেছেন: এসবকিছুই একে অন্যের পরিপূরক।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

শাহারিয়ার ইমন বলেছেন: ডিম আগে না মুরগী আগে ? :D

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাহাহা
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.