![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
তুলে প্রসংগ জ্বলে সারা অঙ্গ,
সুশিলেরা সদা করে প্রতিজ্ঞা ভঙ্গ!
মুমূর্ষ অবস্থায় পড়ে রয় রাস্তায়,
নর্দমার কীটে খায় জীবনের সঞ্চয়!
শুধু যার জন্য এ জীবন ধন্য,
স্বার্থের প্রয়োজনে তারে করা পণ্য!
কষ্টের বন্যায় ভেসে যায় অন্যায়,
অট্টহাসি তবু অপরাধী হেসে যায়!
ধৈর্য তো অল্প প্রশস্ত গল্প,
সংক্ষেপে শেষ করা তবু সংকল্প!
হয়ে হতবুদ্ধি আত্মার শুদ্ধি,
অসতের সঙ্গে অপরাধ বৃদ্ধি!
এই অভিব্যক্তি দিয়ে সব শক্তি,
ভক্তির পায়ে ধরে পেতে চাওয়া মুক্তি!
স্বর্গের সন্ধান অন্তরে অম্লান,
শান্তির বিনিময়ে আঁখিজল প্রতিদান!
এই প্রসঙ্গে রেঙ্গে নানা রঙ্গে,
শান্তির উচ্ছ্বাসে ঝড় বয় অঙ্গে!
শান্তি তো স্বপ্ন হৃদয়ের যত্ন,
আজীবন খুঁজেও অমিল এক রত্ন!
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ভালো থাকুন সব সময়।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নুর ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
মাহমুদুর রহমান বলেছেন: বাস্তব এবং সত্য সমন্বয়ে একদম একের কবিতা লিখেছেন।কবিতায় রাশি রাশি ভালো লাগা।