নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা আছে বলে

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫


হেসে যাই প্রাণ খুলে অলি বসে ফুলে ফুলে,
মাঝি দেয় পাল তুলে ঢেউ ভেঙে পড়ে কূলে।
ঝরা পাতা ঝরে পড়ে কূল ভাঙে কূল গড়ে,
কালবৈশাখী ঝড়ে বক বুক পেতে ওড়ে।

পাখী নীড়ে ফিরে আসে খড়কুটো বানে ভাসে,
কূল জুড়ে ঢল আসে ভাটা নদী ভরে শেষে।
গরু রেখে গোয়ালে গোয়ালা বেখেয়ালে,
পাখী ধরা ফাঁদ পাতে ঝাউ বনের আড়ালে।

দিন যায় ক্ষণ যায় পাখী ডিমে তা দেয়,
তা দিয়ে ছানা হয় মা পাখী চেয়ে রয়।
বক ঠোঁটে ধরে পুঁটি শোল হেসে কুটিকুটি,
কনকনে ঠান্ডায় খোকার ইস্কুল ছুটি।

কালো মেঘ ভেসে এসে বৃষ্টি অবশেষে,
ঝোপে ব্যাঙ যায় ডেকে আষাঢ়কে ভালোবেসে।
গাছে গাছে ফুল ফোটে ভ্রমরেরা মধু লোটে,
সূর্যের পানে চেয়ে রাতে চাঁদ হেসে ওঠে।

ভোরে মাঠে যায় চাষি ফসলে ফোঁটায় হাসি,
শস্যের মৌ ঘ্রাণে সারা গাঁও যায় ভাসি।
রাজহাঁস ভাসে ঝিলে পেঁচা রাতে ডেকে চলে,
ময়ূরী পেখম মেলে স্বাধীনতা আছে বলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নুর ভাই।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নুর ভাই।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুপাঠ্য কবিতা। কেমন আছেন কবি? আমার নতুন লেখাটি পড়ার অনুরোধ রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ গড়েছেন কবি, মুগ্ধতা আর ভালো লাগা কবিতার ছন্দ কথায়।
শুভকামনা রইবে আপনার জন্য সবসময়।



ছন্দের তালে তালে পড়ে গেলাম নিমিষে,
কথামালায় মুগ্ধ পূর্ণ কাব্য'রসে-হয় হিংসে;
কি দারুণ ছন্দ-কথায় কবি কবিতা সাজায়!
কিভাবে চুপি আনন্দ লরি বহে ছন্দ-গীতে!

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভেচ্ছা অবিরাম প্রিয়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.