![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
বাতাস দিয়েছে গতি আমাকে
আকাশ দিয়েছে সীমানা,
দিগন্তের ওপার হারিয়ে যেতে
কেউ করেনি মানা।
সাগর দিয়েছে বিশালতা আমায়
স্রোত দিয়েছে নদী,
চন্দ্র দিয়েছে জ্যোৎস্না বিলায়ে
আঁধার রাত্রি যদি।
সূর্য দিয়েছে দিনের আলো
রাত দিল নীরবতা,
সবুজ পাতারা বলেছে আমাকে
হৃদয়ের যত কথা।
বৃষ্টি শিখিয়েছে কাঁদতে আমায়
ফুল শেখালো হাসতে,
অগ্নিগিরি জ্বলতে শেখালো
শেখায়নি কেউ ভালবাসতে।
সবাই সবই দিলো আমাকে
ছুটছি তাঁদের পিছু,
একমাত্র তুমিই আমাকে
দিলেনা কোন কিছু।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
দৃষ্টিসীমানা বলেছেন: বাহ , চমৎকার লিখেছেন ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: আমি কেন যে কবিতা লিখতে পারি না!!
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন
এই পৃথিবীতে সবাই কবি। প্রত্যেকের প্রতিটি বাক্যই কবিতা!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
私 বলেছেন: কবিতার হাত ভালো আপনার।