![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
অস্রুসজল সে প্রতিজ্ঞা,
নিষ্ঠুর নির্মম অবজ্ঞা!
শুধু তোমাকেই দিয়ে সম্ভব,
লোভ দ্বারা শুরু পাপের উদ্ভব!
দূরত্ব মেনে নেয়া কষ্ট,
ছলনায় ভাবনা বিনষ্ট!
সম্মুখে দেখেছি চমৎকার,
ভেতরটা জুড়ে ছিল আন্ধার!
করেছিলে লোভনীয় কল্পনা,
অকল্পনীয় দিলে যন্ত্রণা!
সামান্য সময়ের আনন্দে,
নরকে গিয়েছো স্বাচ্ছন্দ্যে!
কেন গো করেছো তিরস্কার?
বিনিময়ে পেয়েছো পুরষ্কার?
নেই আজ মনে দ্বিধা দন্ধ,
আবেগে হবোনা আর অন্ধ!
আজ করো নিজেকে নিয়ন্ত্রণ,
লাগেনা লাগেনা জোড়া ভাঙা মন!
অভিনয় সবি মিছে আশ্বাস,
করবোনা তোমায় আর বিশ্বাস!
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
জগতারন বলেছেন:
কবিতায় খুউব ভাল লাগা জানিয়ে কবির প্রতি অভিন্দন জানাই।
কবিতায় লাইক দিলাম ও প্রিয়তে রাখলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: ছন্দময় কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।