![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
ক্লান্ত দেহে ঘেমে সুখের পরিশ্রমে,
বাধ্য হয়ে থেমে বিভোর গভীর ঘুমে।
আকড়ে বাহুডোরে বিস্ময়ের আদরে
নিস্পাপ অন্তরে রাখা যত্ন করে।
এ মায়ার সংসার স্বপ্ন জীবনভর,
শান্তি নিরন্তর থাকলে সহচর।
অনন্ত বন্ধন আত্মার স্পন্দন,
নয়গো প্রহসন প্রকৃত প্রিয়জন।
যে রক্তক্ষরণ করতে সংবরন,
জীবন বিসর্জন লজ্জা সারাক্ষণ।
যখন সর্বনাশ নিষ্ঠুর পরিহাস,
ঘৃণিত নির্যাশ বিধ্বংসী উল্লাস।
শান্তি জলাঞ্জলি আনন্দের অঞ্জলি,
নিষ্ফল করতালি শান্তির পদাবলী।
বিঘ্নতার আঘাতে প্রতিটা রাত্রিতে,
আকড়ে এ বাহুতে স্পন্দন স্নায়ুতে।
এই মোহ প্রত্যয় ওই দেহে তন্ময়,
দূরত্বে সংশয় নৈতিক অবক্ষয়।
সুপ্ত স্পন্দন স্পন্দিত সারাক্ষণ,
অন্তরে বন্ধন শরীরে গর্জন।
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: তেজস্বী, বলিষ্ঠ, কর্মঠ অনেক কিছু হতে পারে।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ওনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: স্নায়বিক মানে কি?