নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত বেকারত্ব

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫


এই বেকারত্ব নাকি অভিশপ্ত,
বিনিদ্র সত্য বাসনারা সুপ্ত!
মিথ্য উপাত্ত আর বেকারত্ব,
সাম্প্রতিক উপায়ে জুড়ে দেয় শর্ত।

উত্থিত যুক্তি ক্রোধের অভিব্যক্তি,
পদদলিত হয়ে আয়োজিত মুক্তি।
রুখে পরাশক্তি বিবেকের বিলুপ্তি,
একত্রে থেকেও আত্মার বিভক্তি।

প্রাণ সংকীর্ণ দেহ জরাজীর্ণ,
সজ্জিত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ!
বাড়ন্ত প্রাচুর্য ঐশ্বরিক ঐশ্বর্য,
অহংকারী মনোভাব বিঘ্নিত ধৈর্য।

তবু শিরোধার্য শৌর্য বীর্য,
স্মৃতি জুড়ে অম্লান তার কারুকার্য।
একতাবদ্ধ নয় অসাধ্য,
কলুষিত মতবাদ আজ অবাধ্য।

ধৈর্যের স্বল্পতা গতিশীল ব্যস্ততা,
নিষ্ক্রিয় করে দেয় প্রকৃত যোগ্যতা।
কাটিয়ে আড়ষ্ঠতা গড়ে তুলে সখ্যতা,
নিষ্ফল তবু আজ দীক্ষিত দক্ষতা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশ সুন্দর কথামালা, যদিও কঠিন শব্দের সমাহার তবুও ভালো লেগেছে আমার।

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: বরাবরের মতন অনুপ্রাণিত হলাম।

ভালো থাকবেন প্রিয়।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: এই কবিতা মনে হয় আমার জন্যই লিখেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রিয় নুর ভাই। অনেক ভালো থাকবেন। সব কষ্টের একদিন অবসান হবে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

আকতার আর হোসাইন বলেছেন: বেশ হয়েছে। কঠিন সব শব্দের ব্যবহার। কবিতার ভাব বুঝা দুর্বোধ্য কিছুটা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.