নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

উত্তাল যৌবন

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩


উত্তাল যৌবন যেন ভরা নদী,
দুই কুল ভেসে যায় ঢেউ লাগে যদি।
পূর্ণিমা চাঁদ হয়ে জ্যোৎস্না ছড়ায়,
কখনোবা বিজলীর আলো ঝলকায়।

বাসনা জাগানো রাতে কামনার সূরে,
মধু মোহে ছুটে আসে থাকে যত দূরে।
নির্ঘুম চোখে চোখ রাত শেষ হয়,
ঘামে ভিজে দুটি দেহ প্রশান্তি পায়।

দুর্বার দুরন্ত যৌবনে যদি,
বাধা আর বিপত্তি আসে এক নদী।
হৃদয়ের সাঁকো দিয়ে পার হয়ে যায়,
উভয়ের প্রতি তারা থাকে তন্ময়।

আমাবস্যার রাতে কে দেখাবে পথ?
যৌবনে দীপ্ত সজ্জিত রথ।
সোহাগের আলো জ্বেলে চোখাচোখি হয়,
উত্তাল যৌবন জুড়ে বিস্ময়।

যৌবন শ্রেষ্ঠ এই ধরাধামে,
মঙ্গল ডেকে আনে তাঁর সংগ্রামে।
উদ্দীপনায় ভরা যৌবনময়,
করো উপভোগ আর করো সঞ্চয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কাব্য, খুবই ভালো লাগলো কবিতার কথামালা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.