নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অবৈধ সম্পদ

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯


হাজারো নগন্য অতীব জঘন্য,
অবৈধ সম্পদে শ্রেষ্ঠ বরেণ্য।
তেমনি লাবণ্য নিষ্পাপ অনন্য,
বিকৃত চরিত্রে ঘৃণ্য সামান্য।

ক্ষুদ্র যন্ত্রণায় অথর্ব প্রস্তর,
বুক ভরা কষ্টে জ্বলমান অঙ্গার।
নক্ষত্র অগণিত শ্রেষ্ঠ সূর্য,
কল্যাণে আসেনা নয় সে প্রাচুর্য।

তৃষ্ণা মিটাতে চীৎকার ক্রন্দন,
অতি বৃষ্টিতে আসে মহাপ্লাবন।
বরফের স্তুপ প্রচন্ড ঠান্ডায়,
তখন অন্যত্র দাবানল জ্বলে যায়।

ফুটফাতে বাড়ন্ত শিশু হয় সম্রাট,
প্রাসাদে জন্মেও অনন্ত সংকট।
কেউ মহাচিন্তায় খুঁজে ফেরে স্বস্তি,
উঁচুতলায় অশ্রু সুখে হাসে বস্তি।

প্রতারণা দেয়নি কখনো প্রশান্তি,
সফলতা বয়ে আনে সততার ক্লান্তি।
দীক্ষায় শিষ্য হয়ে ওঠে ওস্তাদ,
কল্যাণে আসেনা অবৈধ সম্পদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবৈধ সম্পদ প্রসঙ্গে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং মানুষে ধন-সম্পদ জেনেশুনে অন্যায়ভাবে আত্মসাত করার উদ্দেশ্যে বিচারকের নিকট পেশ করো না।
সুতরাং কেউ যদি মনে করে, সারা জীবন সরকারি সম্পদ অবাধে লুটপাট করে, নিরীহ জনগণের ভূমি দখল করে, ঘুষের টাকা দিয়ে বিশাল বিত্ত-সম্পদের মালিক হব। শেষ জীবনে কিছু টাকা দিয়ে হজ করব আর একটা মাদরাসা প্রতিষ্ঠা করব। এতে আমি ও আমার সব সহায়-সম্পদ পবিত্র হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। এটা ভুল মনোভাব।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: দোয়া করবেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আমি বেশ শান্তিতে আছি।
এই পৃথিবীতে আমার কোনো সম্পদ নাই।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: সম্পদ এমন এক জিনিস নুর ভাই, থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। দিল্লী কা লাড্ডু কি তাড়হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.