নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

ভোগবিলাসী

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬


সুখ তোমাকে দেই আর না দেই দেবো ঠিকই জ্বালা,
ভালোবাসি আর না বাসি করবো অবহেলা ।
যৌবন লাবণ্য তোমার আছে যতদিন,
ধরে রাখো পাশে আমায় পাবে ততদিন।

ভালোবাসার নামটা ভুলেও মুখে আনবে না,
ভোগের জন্য জন্মেছি গো ত্যাগের জন্য না।
সুখের চেয়ে দুঃখ অনেক বেশী ভালোবাসায়,
হাসায় কমই বেশীরভাগই চোখের জলে ভাসায়।

একের প্রতি অন্যের থাকে অনেক দায়িত্ব,
ভালবাসতে লাগে সাহস অগাধ বীরত্ব।
হৃদয় দিয়ে মনের ভাষা বুঝে নিতে হয়,
প্রেমের ফাঁদে ফাঁসা সহজ মুক্তি সহজ নয়।

ভোগবিলাসী জীবন যাপন বরং অনেক সহজ,
যখন যাকে তখন তাকে নিত্য নতুন রোজ।
মুক্ত স্বাধীন দিন রাত্রি কোথায় বিধি নিষেধ,
ভোগের কাছে সবাই সমান নেইরে তফাৎ বিভেদ।

রুপের জীবন ভোগের জীবন যৌবনের এই জীবন,
আগ্রহ আর ভক্তি থাকলে হতে পারো আপন।
অনুভব আর অনুরাগের কোন মূল্য নাই,
ভোগের তরে শরীর পেলে স্বাগতম জানাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন আপনার একটি করে কবিতা পড়ি। ভালো লাগে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.