নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

মায়াময় সানিয়া

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬


শ্রেষ্ঠ জ্যোতিষ্ক সর্বদা জ্বলমান,
দর্শনে ব্যথা দূর তৃষ্ণার অবসান।
স্বর্গাপ্সরী তাঁর নেই পার্থক্য,
নিষ্পাপ দৃষ্টি মেধা পরিপক্ব।

তাকে নিয়ে প্রকৃতির প্রলোভন সংঘাত,
মৃদু সংস্পর্শে বিপত্তির উৎখাত।
মমতায় মহিমায় শেষ সংঘর্ষ,
উদাত্ত আহ্বানে সাধন উৎকর্ষ।

অসাধ্য সাধনে স্বীয় প্রতিপাদ্য,
ভঙ্গিমায় বলনে সুধা সাচ্ছন্দ্য।
লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞ প্রত্যয়,
অনন্ত মায়াময় দুর্বার দুর্জয়।

প্রতিটি নিঃশ্বাসে পুষ্পের সম্ভার,
অন্যায় অপরাধ দর্শনে পরিহার।
যন্ত্রণা নেই তাঁর খুশী চিরসম্বল,
উজ্জ্বল হাসিমুখ আনন্দে বিহ্বল।

অনটনে ধরাধাম হলে সংকীর্ণ,
তখনও অকুণ্ঠ প্রাণ বিস্তীর্ণ।
হয়েছে পদার্পণ মহাকাশ ভেদিয়া,
পার্থিব কল্যাণে বশীভূত সানিয়া।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: মারাত্মক একটি ভুল করে ফেললেন হেডলাইন লাইন এর সঙ্গে কবিতাটির ভুলগুলো সংশোধন করুন । হবে সামিয়া। এই কমেন্টটা ডিলিট করে দেবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! বেশ সুন্দর লিখেছেন। অভিনন্দন মাননীয়াকে।
ধন্যবাদ আপনাকে ; এমন সুন্দর উপস্থাপনার জন্য।

শুভেচ্ছা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.