![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
মেঘ না চাইতে বৃষ্টি এলো বিনা মেঘে বজ্রপাত,
নাবালকের শ্বশুর বাড়ী জখম ছাড়াই রক্তপাত।
বিয়ের আগে বাসর ঘরে এঁড়ে গরুর দুধ,
তিরিশ টাকা ধার নিলে হয় নয়শো টাকা সুদ।
খুব হয়েছে মায়ের সামনে মামা বাড়ির গল্প,
মাসির দরদ অনেক বেশী মায়ের খুবই অল্প।
আঙুল ফুলে কলাগাছে পাকা তেঁতুল ঝুলছে,
সূর্যের আলো বিক্রি করে চাঁদে দালান তুলছে।
সুগন্ধি আর ভালোবাসা গোপন রাখা যায়না,
আপনজনার ভীড়ের মাঝে একাকীত্বের বায়না।
দুই দিনের বৈরাগীর কাছে অন্ন হল ভাত,
হিংস্র বাঘের ভয় যেখানে সেখানেই শেষ রাত।
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে করল সর্বনাশ,
পরের ধনের পোদ্দারিতে চলছে বারোমাস।
ঘোড়ার ডিমে বাচ্চা দিল দারুণ হট্টগোল,
সন্যাসি দা মাংস খায়না চেখে দেখে ঝোল।
ঢাক পিটিয়ে অক্কা যাওয়ার বিকৃত স্বভাব,
বিলেত ঘুরে মক্কা যেয়ে এই হয়েছে লাভ।
এক মাঘে শীত যাচ্ছে চলে পাথর তলায় হাত,
চোখে আঙুল দিয়ে দেখাই বিপদ অকস্মাৎ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
অরন্য জীবন বলেছেন: অসাধারন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: দারুন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা লিখেছেন