নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

তৃপ্তি খুঁজি তোমার মাঝে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬


তৃপ্তি খুঁজি তোমার মাঝে, তুমি তখন রাঙা লাজে,
কল্পনাতে বধুর সাজে, আর মিলনের সূর ও বাজে।
তুমি সদ্য ফোটা কলি, আর যদি হই আমি অলি,
মাদকতায় পড়ে ঢলি, দিতাম জীবন জলাঞ্জলি।

আজকে যেন তোমায় দেখে, চিরসবুজ পাতার ফাঁকে,
ডালের উপর দুই পা রেখে, মধুর সূরে কোকিল ডাকে।
ফুলকলিরা লজ্জা ভুলে, আনন্দে দেয় পাপড়ি মেলে,
সূর্য তখন অস্তে চলে, জ্যোৎস্নার আলো পড়লে ঝিলে।

মহানন্দে শালুক হাসে, মাঠের বুকে সবুজ ঘাসে,
দোলা দেয় মাতাল হাওয়াতে, সে দোলায় বসন্ত আসে।
সেই বসন্ত তোমায় আমায়, কামনাতে ব্যপক মাতায়,
শরীরে শিহরণ জাগায়, অন্তরে শান্তির প্রলয়।

এমনি দিলে সুখের দোলা, যাই হয়ে যাই আত্মভোলা,
এইভাবে একত্রে চলা, মিটবে প্রাণের সকল জ্বালা।
চাঁদের আলো অফুরান হয়, নিত্য হলে রবির উদয়,
তেমনি দোলা দিলে আমায়, সুখে ভরে দেবো তোমায়।

আজকে তোমার কিসের ভীতি? এই সখ্যতা এ সম্প্রীতি,
হবে প্রীতির অগ্রগতি, দূর হবে সব অসঙ্গতি।
যখনই এই দু চোখ বুজি, শুধুই তোমার অভাব বুঝি,
সর্বদা তোমারে পুজি, তোমার মাঝেই তৃপ্তি খুঁজি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: ভালই হয়েছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
শুভ রাত্রি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.