নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের রহস্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭


করতে গিয়ে রহস্য ভেদ, তৈরি অগণিত বিভেদ,
প্রনয়কালের শান্তি ফেলে, বিষাদময় করুণ বিচ্ছেদ!
সবই ভুলে অবলিলায়, অনিচ্ছাকৃত অবহেলায়,
সহজ হয়ে কাছে এলে, দিয়ে গেলে কঠিন সময়!

নিজের জীবন নিজের হাতে, ধ্বংস অবহেলার সাথে,
দিনের আলোর অভাব বুঝি, হানা দিলে আঁধার রাতে!
চরম সত্য উচ্চারণে, অনেক গেছে নির্বাসনে,
সততায় সজ্জিত হয়ে, নির্ভীকেরা প্রহর গোনে।

সেই সুদিনের বানী শোনা, আশায় হাজার স্বপ্ন বোনা,
দীর্ঘশ্বাসে ক্লান্তি ঢেকে, অপেক্ষমান আরাধনা।
জড়িয়ে রেখে বাহুডোরে, একলা জাগা প্রতি ভোরে,
আজো তাকে হয়নি চেনা, আপন যে জন ঘুমের ঘোরে!

স্বপ্ন আশা ঢেকে দিলো, উড়ে এসে পথের ধুলো,
নাভিশ্বাসের প্রলয় ঝড়ে, জীবন প্রদীপ নিভে গেলো!
সারাটি রাত স্বপ্ন দেখায়, দিনে চোখের জলে ভাসায়,
আকাঙ্ক্ষাকে সঙ্গী করে, ব্যথী হৃদয় থাকে আশায়!

অন্তর জুড়ে যে ঢেউ ওঠে, স্বপ্ন তাতে পড়ে লুটে,
দূর হতে পাই সুখের ছোঁয়া, কাছে এলে ব্যথাই জোটে!
চাঁদটা হাঁটে আমার সাথে, ধ্রুবতারাও সেই গতিতে,
মন ছুটে যায় অজানাতে, সে রহস্য খুঁজে পেতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৫

বর্ণিল হিমু বলেছেন: ভালোই লিখেছেন.।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আসলেই দারুন রহস্যময়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.