নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

সিজদায় লুটে পড়ি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪


চলার পথে কত গুনাহ করে ফেলি হায়,
জীবনটা যে ক্ষণস্থায়ী হৃদয় ভুলে যায়!
ইহকালের লোভ আর মোহ অন্ধ করে দেয়,
আসলে এই জীবনটা তো আসল জীবন নয়!

সাময়িক এই জীবন হলো পরীক্ষাগার যেমন,
পরকালের প্রস্তুতি নেই করে মনের মতন।
সামনে যতই পড়ে থাকুক দামী মানিক রতন,
অর্থ বিত্ত তুচ্ছ ভাবী পথের ধুলো যেমন।

আমার হৃদয় কাড়ে না ওই অট্টালিকার সুখ,
রঙ বেরঙের সুধা পানেও তৃষিত রয় বুক।
আল্লাহ্‌ তায়ালার প্রশংসাতে হই যে পঞ্চমুখ,
তাতেই মাবুদ দূর করে দেন অন্তরের সব দুখ।

কোরআন তেলাওয়াতে আমার বক্ষ শীতল হয়,
সকল কর্ম যাই ভুলে যাই আযান যখন দেয়।
মসজিদে প্রবেশ করিলেই অন্তরটা জুড়ায়,
নামাজ শেষেও মসজিদেতে থাকার ইচ্ছা রয়।

জীবন আর জীবিকার মোহে বাইরে এসে পড়ি,
ইচ্ছাতে আর অনিচ্ছাতে পাপের পাহাড় গড়ি।
মুয়াজ্জিনের মধুর হাকে আবার কর্ম ছাড়ি,
পরকালে নাজাত পেতে সিজদায় লুটে পড়ি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

মাহমুদুর রহমান বলেছেন: সিজদাহের মাধ্যমের একজন বান্দা মহান আল্লাহর নৈকট্য লাভ করেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

শাহিন বিন রফিক বলেছেন:



খুবই সুন্দর কবিতা।
+++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করলে প্রভু খুব খুশি হোণ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.