নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

আর কতটা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০



নদীর বুকে কতটা প্রেম জাগলে ঝর্না ঝরে যায়?
কত প্রেমের তৃষ্ণা হলে সাগর তারে বুকে নেয়?
কত তাপে পুড়ে সোনা তাঁর পরে হয় অলংকার?
বাঁধন শক্তপোক্ত হবে কেমনে করলে অঙ্গীকার?

কত শাস্তি পাবার পরে বন্দী হৃদয় মুক্তি পায়?
ভবের প্রতি কত মোহে রোজ ও রবির হয় উদয়?
রাতকে কত ভালোবেসে জ্যোৎস্না বিলায় পূর্ণিমা?
কেমন করে বাসলে ভালো হবে মধু চন্দ্রিমা?

হৃদয় জুড়ে বসত হবে কখন পড়লে চোখে চোখ?
আর কত অপেক্ষা করলে হওয়া যাবে সম্পূরক?
কতটা মেঘ জমলে তবে ঝড়ো হাওয়া বয়ে যায়?
কত বৃষ্টি নামলে তবে দু-কূল ছেপে বন্যা হয়?

কত কাঁটার আঘাত সয়ে আসে পরিপক্কতা?
স্নিগ্ধ মধুর পরশ পেতে লাগে কত যোগ্যতা?
কত গভীর ভালোবেসে তবে জীবন দেওয়া যায়?
কত রাতের আলীঙ্গনে অন্তর পরিপূর্ণ হয়?

সঙ্গী পাবার জন্য কত একা থাকতে হবে?
কত স্বপ্ন দেখার পরে বাস্তবে রূপ নেবে?
কত অশ্রু ঝরলে তবে স্বপ্ন আশা পূর্ণ হয়?
কত অবহেলার পরেও পর মানুষটা আপন রয়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতোণ লিখতে পারতাম!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: এভাবে আমাকে লজ্জা দিবেন না। আপনিও পারেন অনেক ভালো লিখতে যদি চেষ্টা করেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯

মাহমুদুর রহমান বলেছেন: আহা!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.