নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অসামঞ্জস্যতা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২


বস্ত্র পরিহিত থেকেও যেন উলঙ্গ,
উম্মাদ ওড়ার আশায় ডানা কাঁটা বিহঙ্গ।
সাজ-সজ্জা নয় এ যেন শরীর প্রদর্শন,
নিরাপদ আশ্রয়ে থেকে গজব নিমন্ত্রণ।

কর্ম গুণে ফল দিয়ে যায় এ জগৎ সংসার,
রাতারাতি দলিল বদলে ভঙ্গ অঙ্গীকার।
ভদ্রতা তো অর্থ বিত্তে হয়না বিনিময়,
ভবিষ্যতের কষ্টের কারণ আজকের অপচয়।

প্রীতি স্নেহ ভালোবাসা সবই বানিজ্যিক?
উন্নত শীর করলে নত রক্ষী যে দাম্ভিক।
পরিপূর্ণ হবে নাকি জগতৎ ধোয়াশায়,
কিংবা আপন অঙ্গ ঢাকা ঘন কুয়াশায়?

ব্যক্ত করা কষ্টের অতি তুচ্ছ বিষয় নয়,
জীবন্তরা নিদ্রা গেলে লাশের মিছিল হয়।
গুনের কদর নগন্য আজ লাবন্য প্রধান,
চুরি করে প্রকাশ্যে তাঁর অফুরান সম্মান।

কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে ধর্না দ্বারে দ্বারে,
অজ্ঞরা উলঙ্গ হলেই সফল হতে পারে।
আঙুল চোষা গৃহস্থালি দক্ষতা যোগ্যতা,
নগ্ন শরীর রক্ষা করবে সামঞ্জস্যতা?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

ওসেল মাহমুদ বলেছেন: অধুনা সমাজ চিত্র কবিতার ছন্দে সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.