নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অগ্নিদগ্ধ চিৎকার

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩


আকাশ বাতাস জুড়ে শুধু চিৎকার,
নিঠুর আগুনে সব পুড়ে ছারখার।
অগ্নিদগ্ধ হওয়া লাশ চেনা দায়,
কষ্টে আগুনেরই চোখ ভিজে যায়!

যে ঘটালো ভয়াবহ এই কান্ড,
নিজ কাজে অবিচল সে পাষণ্ড।
ছেলে হারা মা কেঁদে অশ্রু ফুরায়,
অনিয়ম বেড়ে চলে প্রতিকার নয়।

বিধাতার নামে ওরা করেছে শপথ,
ফুলে ফলে ভরবে নিজের জগত।
সারা দুনিয়া যাক পুড়ে মরে যাক,
ওদের ভুবন শুধু নিরাপদ থাক।

দুর্ঘটনার পর কানে যায় জল,
চলে একই অন্যায় একই ফলাফল।
পুড়ে কালো কয়লা শিশু নিষ্পাপ,
জেনে শুনে অপরাধী পেয়ে গেল মাফ।

মায়ের মুখে হাসি ফুটবে না আর,
পরিবেশ ফিরে পাবে নিজ অধিকার।
যে আগুনে চারিদিক জুড়ে হাহাকার,
সে আগুনে জ্বলে তুমি দিলে চিৎকার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই প্রিয়জন।

২| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৬

আকিব হাসান জাভেদ বলেছেন: আগুনের তাপে পুড়েছে শরীর
তারপরেও নাই ভয়
যাকে আমি বাচাতে পারি না
এই দুঃখটা কাকে কই।

২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.